সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত: স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

মশাল ডেস্ক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এই ধাপে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন মোঃ মাহফুজার রহমান (৬১)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান কলেজ এলাকা সংলগ্ন বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তাকে একই হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাহফুজার রহমানই এবারের নতুন করোনা ঢেউয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া প্রথম পজেটিভ রোগী।
স্থানীয় স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং তার এলাকার আশপাশে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *