সাতক্ষীরায় টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

সাতক্ষীরায় টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ৩০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটানা বর্ষণের ফলে জেলার শহর ও গ্রামীণ অঞ্চলের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ ও ছোট ব্যবসায়ীরা।
বুধবার (১৮ জুন) সকালেও জেলার বেশ কিছু এলাকায় পানি জমে রাস্তাঘাট ও বাজারে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
সদর উপজেলা, বাঁকাল, কাটিয়া, মুনজিতপুর, তালা ও কলারোয়ার কিছু অংশে বাসাবাড়ির সামনে হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি রাস্তায় উঠে এসেছে।
জেলার কাটিয়া এলাকার বাসিন্দা রাশেদা খাতুন বলেন, ‘বাসার সামনে রাস্তায় হাঁটুপানি। বাড়ি থেকে বের হতে পারছিনা। বৃষ্টির পানি সরানোর কোন ব্যবস্থা নেই। দুই দিনের বৃষ্টিতে তাই এই অবস্থা।
একই চিত্র দেখা গেছে বুধহাটায় বাজারের দোকানি নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি জমে দোকানে ঢুকে পড়েছে। বিক্রিও বন্ধ, লোকজন আসছে না।’
ইজিবাইক চালক রবিউল ইসলাম বলেন, রাস্তা পানিতে তলিয়ে গেছে। গাড়ি নিয়ে বের হতে পারছি না। বের হলেও ভাড়া নেই, লোকজন ঘরেই বসে আছে।’
আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, “গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি থাকতে পারে। অতি ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে পড়েছেন। একদিকে কাজ নেই, অন্যদিকে বাড়ির সামনেই জমে থাকা পানি চলাচলও কঠিন করে তুলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *