দেশে করোনা পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হলেও, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ৭ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯ ভাইরাস। এতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮০৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের শনিবার (২৯ জুন) সকালে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এই সময়ে সারাদেশে ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩.৮৭ শতাংশ, যা তুলনামূলকভাবে আগের দিনের তুলনায় কিছুটা বেশি।
Leave a Reply