খুলনার কয়রায় বাংলাদেশ নৌবাহিনী এক অভিযান চালিয়ে ৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে মোছাঃ তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন ( ৪২)পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ২৮ জুন (শনিবার) সকালে মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকায় নৌবাহিনী এ অভিযান চালায়। অভিযানে নৌবাহিনীর সঙ্গে কয়রা থানা পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা ছিলেন। আটককৃত তাসমিয়াকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জনাব রুলী বিশ্বাস তাৎক্ষণিক মোবাইল কোটের মাধ্যর্মে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ধ প্রদান দেন।
Leave a Reply