আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে অবৈধ পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির কর্মরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ডিপো মালিক কাদাকাটি ইউনিয়নের আব্দুস সামাদ সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ডিপোয় থাকা জেলি পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি ও ব্যবহৃত ২০ লিটার জেলি জব্দ করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ডিপো মালিক আব্দুস সামাদ নিজেই সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করায় আব্দুস সামাদকে প্রাথমিকভাবে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply