আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ধান ও সবজি বীজ এবং বিভিন্ন চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আপন (১ম ধাপে) ১২০০ জন, দ্বিতীয় ধাপে ৬০০ জন, মোট ১৮০০ জনকে ধানের বীজ ও অন্যান্য উপকরণ, তাল চারা প্রনোদনা ১০০ জনকে দুটি করে চারা, আম ১০০ জনকে ৪টি করে চারা ও ১৫০ জনকে সবজি বীজ প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১৫ জন শিক্ষার্থীকে ৪ প্রকারের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিমান অধিকারী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply