৩০ বছরের নিচে কোটি তরুণের দেশে বিনিয়োগের ইতিহাস তৈরি করতে চায় চীন!

বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের দেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্য প্রযুক্তিসহ বহু সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে বাংলাদেশকে একটি কার্যকর ম্যানুফ্যাকচারিং হাবে রূপ দেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ কর্মশক্তি কাজে লাগাতে চীনা ব্যবসায়ীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বাজার বিশ্লেষণ ও খাতভিত্তিক দিকনির্দেশনা দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীনের ১০০টির বেশি কোম্পানি থেকে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা উভয়েই বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *