২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৯২

নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের, এবং নতুন করে ৩৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য প্রকাশ করা হয়েছে ২৩ জুন ২০২৫, রবিবার

সর্বশেষ এ তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৫০ জনে। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৩৪ জন—যার মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৭ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪,৮০৮ জন এবং নারী ৩,৩৪১ জন। এছাড়া ডেটা অনুযায়ী, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

ঢাকার বাইরে বাড়ছে আক্রান্তের হার

গত ২৪ ঘণ্টার ৩৯২ জন নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৩০৬ জন, যা রাজধানীর চেয়ে অনেক বেশি। এ থেকে স্পষ্ট, ডেঙ্গু এখন আর কেবল রাজধানীকেন্দ্রিক নয়, বরং সারা দেশে ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ভর্তি হয়েছে ১২৬ জন। অন্যান্য বিভাগেও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন—ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার সংস্থাগুলোর আরও সক্রিয় হতে হবে। যথাযথভাবে মশক নিধন কর্মসূচি পরিচালনা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *