করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আবারও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, এবং নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন রোগী। এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যা প্রকাশিত হয়েছে ২৩ জুন ২০২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় মোট ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৯টি পজিটিভ আসে। এতে করে সংক্রমণের হার দাঁড়ায় ৪.৬৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী।
বয়সসীমা ছিল ৬১ থেকে ১০০ বছরের মধ্যে।
মৃতদের মধ্যে ১ জন ঢাকার বাসিন্দা এবং ২ জন চট্টগ্রামের।
Leave a Reply