দেবহাটায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

দেবহাটায় মাদকসহ কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ১৬ জুন সোমবার গভীর রাতে অভিযান চালান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে।অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ারম্যান আসাদুল হকের (আ. লীগ নেতা) ছেলে শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার পানিতর গ্রামে মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী(৩৩) দুজনকে কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বাসা থেকে ইয়াবা, ধারালো অস্ত্র, মদের বোতল, নগদ অর্থ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। খবর নিয়ে যানা যায় দেলোয়ার হোসেন শাওন একজন বড় ধরনের মাদকের ডিলার হিসাবে পরিচিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির মূলহোতা।
এছাড়া শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে বলে জানা যায়। দেলোয়ার হোসেন শাওন ও ইন্ডিয়ান নাগরিক কামানুর গাজী দীর্ঘদিন এক সাথে মাদকের ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ও মালামাল হলো ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট ২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড- ১টি, অ্যান্ড্রয়েড ফোন ৫ টি, বাটন ফোন- ১ টি, বৈদেশিক মুদ্রা, মালদিপ -১০ রুপাইয়া, ইন্ডিয়ান- ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা, রাম দা-১টি, কাটারি-১টি, চাইনিজ কুড়াল- ১টি, চাকু-৩টি, মদের বোতল ৫টি, সিম কার্ড ৮টি, পাসপোর্ট ১টি জব্দ করে।
এ বিষয়ে দেবহাটা থানার ওসি জানান, আসামি দুজনকে দেবহাটা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *