কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ

সাতক্ষীরার কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অডিটরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, কলারোয়া উপজেলা শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার সাথে সবসময় আছি। ভবিষ্যতেও থাকবো। শিক্ষক-কর্মচারীদের আগামী দিনের দাবি দাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি মোঃ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কর ছিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এফএম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস ও হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি প্রভাষক সালাউদ্দিন পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী নাসির উদ্দিন কলেজের প্রভাষক আব্দুল জব্বার, বেগম খালেদা জিয়া কলেজের সহকারী অধ্যাপক জয়গুননেছা, বেগম খালেদা জিয়া কলেজের কর্মচারী আনিসুর রহমান প্রমুখ।
পরে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *