ইসরাইলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

তেল আবিবে অবস্থিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্রে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এ ঘোষণা করেছে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ইউনিট মঙ্গলবার ভোররাতে মোসাদের বিরুদ্ধে একটি কার্যকর সামরিক অভিযান পরিচালনা করে।

আইআরজিসি আরও জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত ঐ কেন্দ্রটিতে বর্তমানে আগুন জ্বলছে।

১৩ জুন ইসরাইল ইরানের উপর আঘাত হানার পর থেকে তেহরান তেল আবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি অভিযোগ করেছে, ইসরাইল যে আগ্রাসনমূলক বিমান হামলা চালিয়েছে, তা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয় এবং এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানীসহ সাধারণ নাগরিক, এমনকি নারী ও শিশুরও নিহত হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *