ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর?

ইরান সম্প্রতি ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে তারা “খাইবার শেকান” নামের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একে “খোররামশাহর-৪” নামেও ডাকা হয়।

এটি একটি মাঝারি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যা ইরানের সেনাবাহিনী (ইসলামি বিপ্লবী গার্ড) তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ২০২২ সালে প্রকাশ করা হয়। ইরানের সব ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি সবচেয়ে বেশি ওজন বহন করতে পারে বলে ধারণা করা হয়।×

এটি প্রায় ১,৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে। “খোররামশাহর-৪” নামটি এসেছে ইরানের একটি শহর “খোররামশাহর” থেকে, যেখানে ইরান-ইরাক যুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধ হয়েছিল।

এই ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ।

সূত্র: আলজাজিরা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *