ইনকোর্স পরীক্ষায় ৪০ শতাংশ না পেলে ফরম পূরণ নয় : জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইনকোর্স পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর পেলে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করতে পারবে না। একই সঙ্গে ৬০ শতাংশের কম ক্লাসে উপস্থিত থাকলেও পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি মিলবে না। শিক্ষা কার্যক্রমের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং ইনকোর্স পরীক্ষায় স্বচ্ছতা আনতে নতুন এসব নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ইনকোর্স পরীক্ষার নিয়ম আগে থেকেই চালু থাকলেও অনেক জায়গায় তা কার্যকরভাবে পরিচালিত হচ্ছিল না। কিছু শিক্ষক অতিরিক্ত নম্বর দিচ্ছেন, আবার কেউ কেউ অপ্রয়োজনীয়ভাবে কম নম্বর দিচ্ছেন—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এবার ইনকোর্সে অংশগ্রহণ, নম্বর প্রদান ও উপস্থিতির বিষয়ে কঠোর নীতিমালা চালু করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চার ক্রেডিটের তত্ত্বীয় কোর্সে ইনকোর্স পরীক্ষায় সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে, যার মধ্যে ৬ নম্বর পেলেই পাস ধরা হবে। তিন ও দুই ক্রেডিটের কোর্সে যথাক্রমে সর্বোচ্চ ১১ দশমিক ২৫ ও ৭ দশমিক ৫ নম্বর থাকবে, পাস নম্বর যথাক্রমে ৪ দশমিক ৫ ও ৩। আর প্রাইভেট শিক্ষার্থীদের জন্য নম্বর আরও চার ক্রেডিটের কোর্সে সর্বোচ্চ ২০ নম্বর, যেখানে পাস করতে পেতে হবে অন্তত ৮ নম্বর।

এছাড়া শুধু ইনকোর্স পরীক্ষায় পাস করলেই হবে না, ক্লাসে নিয়মিত উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ক্রেডিট অনুযায়ী, যেসব শিক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে থাকবে, তারা কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। ৮০ শতাংশের বেশি উপস্থিত থাকলে সর্বোচ্চ উপস্থিতির নম্বর পাওয়া যাবে। উপস্থিতির ভিত্তিতে নম্বর দেওয়ার জন্যও আলাদা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কোর্সের জন্য বর্ষভিত্তিক দুটি ইনকোর্স পরীক্ষা নিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক সিলেবাসের আলোকে পরীক্ষা নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করবেন এবং গড় নম্বর নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে এন্ট্রি করতে হবে। এরপর হার্ড কপি বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স মনিটরিং সেলে পাঠাতে হবে।

নতুন এই নির্দেশনা আগামী অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২৪, ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষা-২০২৪, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা-২০২৩ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা-২০২৩ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *