আশাশুনি সরকারি কলেজে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আলোচনা রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবঃ প্রফেসর এম এম রিয়াজ উদ্দীন, সমাবেশের আহবায়ক মেজর মোঃ এছহাক আলী, আশাশুনি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ছহিল উদ্দীন, প্রভাষক সজল কুমার আঢ্য, প্রভাষক রবিউল ইসলাম,  অভিভাবকদের মধ্যে আরিফুল ইসলাম, ইয়াহিয়া ইকবাল, মোশাররফ হোসেন, নিখিল মন্ডল ও শিপ্রা মন্ডল। সংগীত পরিবেশন করেন, শিক্ষার্থী সুতপা মন্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রভাষক আছমাতুল্লাহ ও গীতা থেকে পাঠ করেন, প্রভাষক নিলেন্দু মুখার্জী। সবশেষে প্রশ্নোক্তর পর্বে অভিভাকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং কলেজকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত করতে পরিকল্পনা ও প্রত্যাশার কথা উল্লেখ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *