আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ মিটিং অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১০ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আশ্বাস প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়। তিনি প্রকল্পের কার্যক্রম আলোচনা ও সারভাইভারদের সুরক্ষায় সরকারী বেসরকারী সেবা প্রাপ্তির প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত করেন। এ সময় মানব পাচার রোধে করণীয় বিষয়ে সরকারি দপ্তরগুলো থেকে তাদের কার্যক্রম ও সেবা প্রদান বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, আশাশুনি থানার  সাব ইন্সপেক্টর মোঃ ফিরোজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক। এ সময় সাতক্ষীরা জেলার সিটি আই পি সদস্য মনিরুজ্জামান টিটু ও আসমাউল হুসনা মানব পাচার রোধে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *