আগামী অর্থবছরের আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে যেদিন থেকে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, চলতি জুলাই মাস থেকে আগামী অর্থবছরের ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কর ব্যবস্থাকে সহজ ও স্বয়ংক্রিয় করতে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন চলছে। তিনি জানান, এ পর্যন্ত ১৭ লাখ রিটার্ন অনলাইনে জমা পড়েছে, যা আগের বছরের তুলনায় তিনগুণ। চলতি অর্থবছর শেষে কর আদায়ের পরিমাণ ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এনবিআরের চলমান সংস্কার ও কর্মীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে এবং জুলাইয়ের মধ্যেই সংশোধন আনা হবে। আজই এনবিআর কর্মীদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, “সবকিছুই হওয়া উচিত দেশের স্বার্থে। কর ব্যবস্থায় স্বচ্ছতা ও স্বেচ্ছাসেবী সম্মতি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *