খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়ীয়া খাল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলার মহারাজপুর বড়ব্রীজ এলাকায় স্থানীয় জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়ীয়া খালটি এলাকার সবচেয়ে বড় খাল। তবে সরকার কর্তৃক মৎস্য চাষীদের কাছে ইজারা দেওয়ার পর থেকে এটি সাব-লিজ দেওয়া হচ্ছে, যা ইজারার নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণে প্রায় ৬ হাজার বিঘা জমিতে ফসল ফলাতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খালটি পুনরদ্ধারের মাধ্যমে এলাকাবাসী কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) জি এম আনোয়ার হোসেন, কৃষক আলাউদ্দিন, লুৎফর রহমান মোল্লা, আবুল হোসেন গাজী ও আছাফুর রহমানসহ আরও অনেকে। বক্তারা জোর দিয়ে বলেন, শাকবাড়িয়া খালটি অবমুক্ত করা হয় এবং এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা যায় তবে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। এতে হাজার হাজার বিঘা জমি আবার চাষাবাদের আওতায় আসবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে।স্থানীয়দের অভিযোগ, খালটি ইজারা দেওয়ার নামে মূলত একটি চক্র এর অপব্যবহার করছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষক ও স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা খালটি অবমুক্ত করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন। খালটি অবমুক্ত করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং কৃষকদের জীবন-জীবিকা সুরক্ষিত থাকে সে জন্য জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply