আশাশুনির বড়দলের গোয়ালডাঙ্গায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকালে গোয়ালডাঙ্গা বাজারের পরিষদের সাব কার্যালয়ের সামনে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বাজার সহ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে গাছ রোপনে অংশ নেন নেতাকর্মীরা।বড়দল ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন। ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আনারুজ্জামান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, কৃষক দলের সদর ইউনিয়নের সদস্য সচিব তারিকুল আওয়াল পিন্টু, বড়দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, আয়ুব আলী, রায়হান সানা, ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক অহেদ আলী সানা প্রমুখ। বক্তারা বলেন কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রকৃত কৃষকরা সর্বনিম্ন দামে কৃষি পন্য পাবে।পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *