হামজা চৌধুরী ফিরছেন পুরোনো আস্তানায়

স্পোর্টস ডেস্ক। : শেফিল্ডকে বিদায় জানিয়ে আবারো তার ক্লাব লেস্টার সিটিতে ফিরছেন হামজা চৌধুরী। সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন এই মিডফিল্ডার। হামজার লক্ষ্য ছিল শেফিল্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে তুলে আনা। তা আর সম্ভর হয়ে উঠেনি।

অনেকটা বেদনা নিয়েই শেফিল্ড ছেড়েছেন হামজা। চলতি মৌসুম শেষ হলো শিরোপা ছাড়াই। আবারো শেফিল্ড ছেড়ে লেস্টারের ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলার। শেফিল্ড ছাড়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় বার্তা দিলেন এই শেফিল্ড তারকা।

হামজা চৌধুরী লিখেছেন, ‘শেষটা সত্যিই কষ্টদায়ক। কয়েক দিন ধরে ভাবছি, কথাগুলো কীভাবে বলব। আমরা বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু ভাগ্য সহায় ছিল না।’

শেফিল্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামজা লেখেন, ‘শেফিল্ড ইউনাইটেডের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সতীর্থদের, এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা। যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন তাদেরকে আমি মিস করব।’

ক্লাব ফুটবলে অভিজ্ঞতার পর হামজা এখন নজর রাখছেন জাতীয় দলের দিকে। সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে দেশের মাটিতে অভিষেক হওয়ার কথা হামজার। গত মার্চে ভারতের বিপক্ষে খেলেই জাতীয় দলে তার অভিষেক হয়েছিল এই ফুটবল তারকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *