সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮মে) সকাল ১১টায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সার্কিট হাউজ মোড়ে অস্থায়ী কার্যালয় জরুরী আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির শৃঙ্খলাবিরোধী কার্যকালাপ নিয়ে পদত্যাগ নিয়ে ক্লাবের সদস্যরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

জরুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন তিনি বলেন, আমরা ২০১৭ সাল থেকে আমাদের সংগঠন ভালভাবেই চলছে কিন্তুু আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক উচ্ছৃঙ্খল আচারণে আমারা সাধারণ সভা আহবান করার আগেই সে নিজ থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে অব্যহতি নিয়েছে। আমরা ক্লাবের গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে ক্লাবের কোন সম্পর্ক নেই সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কোন বিষয় তার সাথে যোগাযোগ না করার জন্য আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শাহজাহান আলম, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন হোসেন। দপ্তর সম্পাদক ওমর ফারুক বিপ্লব। কোষাধাক্ষ্য আজহারুল ইসলম প্রমূখ।আলোচনা সভায় সবার সিধান্তক্রমে আগামি ২৪-০৫-২০২৫ রোজ শনিবার সাধারণ সভার দিন ঘোষনা করা হয়। সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক পদ খালি হওয়ায় সাধারণ সভায় সবার সম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বচিত করা হবে এজন্য সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য উপস্থিত হবার আহবান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য শিমুল হোসেন বাবু, শেখ মনিরুজ্জামন,ওবাইদুল ইসলাম, সঞ্জয় কুমার দাশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *