তালায় রিব’র ফোকাস গ্রুপ ডিসকাশন সভা

তালা প্রতিনিধি : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত জনজীবনে সৃষ্ট প্রভাব, জেন্ডার ন্যায্যতা, দলিত জনগোষ্ঠী সামাজিক-আর্থিক সমস্যা এবং নারী ও শিশুদের সমস্যাসমূহ চিহ্নিত করার লক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে সাতক্ষীরার তালায় বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ মে থেকে ২৯ মে ২৫ পর্যন্ত ধারাবাহিক ভাবে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, পরিত্রাণ, অগ্রগতি সংস্থা, ভূমিজ ফাউন্ডেশন এবং উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং স্ব স্ব সংস্থার সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

ফোকাস গ্রুপ ডিসকাশনে রিইব-এর পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এবং প্রকল্পের প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান সহ এনজিও প্রতিনিধি, দলিত প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনায় উঠে আসে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের চলমান কর্মকাণ্ডে জেন্ডার জাস্টিস ও ক্লাইমেট জাস্টিসকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারা স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি ন্যায্য ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *