আশাশুনি প্রতিনিধি:
বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে উপজেলা কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) খুলনার কয়রা উপজেলা মৎস্য অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইইউ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক অফিসার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপিইপিপি -ইইউ প্রকল্প সমন্বয়কারি হুমায়ূন কবির। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস স্ব স্ব দপ্তরের কার্যক্রম ও সেবাসমুহ অবহিত করেন। সভায় সংস্থার টেকনিক্যাল ও সহকারি টেকনিক্যাল অফিসার ছাড়াও বাগালি ইউনিয়ন এর বিভিন্ন পিভিসি হতে ২০ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ সমন্বিত কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন, তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের আধুনিক বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। তবেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
Leave a Reply