আশাশুনিতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫ উদযাপন

নিজস্ব প্রতিনিধি : “একসাথে একটি পিরিয়ড বান্ধব বিশ্ব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলায় উদযাপিত হয়েছে মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৫। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে কেয়ার প্রকল্প, যা বাস্তবায়ন করছে এনজিও ‘উত্তরণ’। এতে সহযোগিতা করেছে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং অর্থায়নে ছিল সানোফি ফাউন্ডেশন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। তিনি বলেন, “লবণাক্ততা প্রবণ এলাকাগুলোতে, বিশেষ করে আশাশুনিতে, মাসিক স্বাস্থ্যবিধি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মিঠা পানির স্বল্পতা ও অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে স্বাস্থ্যঝুঁকি বেশি। তাই এই অঞ্চলের মানুষকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা এবং সচেতনতার মাধ্যমে নিরাপদ রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল কবীর।
প্রধান নিবন্ধ পাঠ করেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হোসেন মুন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোরীরা অংশ নেয়। তাদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি প্যাকেজ (স্যানিটারি ন্যাপকিন, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান ও লিকুইড এন্টিসেপটিক) বিতরণ করা হয়।

এই ধরনের উদ্যোগ মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে এবং নারীদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *