সাতক্ষীরায় র‌্যাব এর অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিনিধি:  র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরার তালা থানা এলাকায় ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি দল তালা থানার আটারই (খাঁ পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আজগর সরদার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত ছকিনা বেগম, সাং-হিজলদী, ইউনিয়ন-চন্দনপুর, থানা-কলারোয়া এবং মোসাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আমজাদ হোসেন খান, সাং-আটারই, থানা-তালা, উভয়েই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তালা থানাধীন আটারই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদের তালা থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে র‌্যাব-৬ সর্বদা তৎপর রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *