1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
১৫ শ্রাবণ, ১৪৩২
Latest Posts
📰আশাশুনিতে আইন শৃংখলা  কমিটির সভা অনুষ্ঠিত📰খুলনার ভিডিও নিয়ে শ্যামনগরে চিকিৎসকদের নামে অপপ্রচার📰সাতক্ষীরার আলোচিত জনপদ খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি’র দাবী📰আশাশুনিতে খাদ্যবান্ধব ডিলার  নিয়োগে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত📰তালায় কৃষিকাজ ও মুরগি ফার্মের জন্য ১০ নারীকে উত্তরণের সহায়তা📰সাতক্ষীরায় জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি📰ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ📰ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক📰তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত📰আশাশুনিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্ধার সরঞ্জাম বিতরণ

সাতক্ষীরায় কোবলা সূত্রে প্রাপ্ত জমি আপন ৩ ভাই কর্তৃক অন্য ভাইদের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা অভিযোগ

মশাল ডেস্ক
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় অবৈধ লোভের বশবর্তী হয়ে কোবলা সূত্রে প্রাপ্ত সম্পত্তি ৩ ভাই কর্তৃক অন্য ভাইদের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্য ভাইদের পক্ষে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত দাউদ আলী বিশ^াসের ছেলে মো: খায়রুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৭ ভাই। সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের মাদারতলা মৌজায় জে এল ৯৫. এস এ ৮৬ নং খতিয়ানে ৩ একর ২৪ শতক সম্পত্তির মধ্যে ৪৬.৩৩ শতক সম্পত্তি কবলা সূত্রে ৭ ভাইয়ের মধ্যে সমভাবে বণ্টন করা হয়। সেখানে মৎস্য ঘের পরিচালিত হয়ে আসছে। সে অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু সম্প্রতি ৭ ভাইয়ের মধ্যে ৩ ভাই শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলাম আমাদের ৪ ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা শুরু করে। একপর্যায়ে গত ২৩/৫/২৫ তারিখ সন্ধ্যা ৭টার দিকে শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলামসহ ২৫ থেকে ৩০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের মৎস্যঘেরের মধ্যে অনাধিকার প্রবেশ করে জাল দিয়ে মাছ ধরতে থাকে। ঘেরের ভেড়ী কেটে দিয়ে লুটপাট চালায়। সেখানে থাকা ঘের কর্মচারী জীবন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে আমিসহ অন্য ভাইসহ তাদের পরিবারের সদস্যরা সেখানে গেলে আমাদের মারপিট করে গুরুতর আহত করে। একপর্যায়ে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যাওয়ার সময় খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে থানায় বসাবসি হলেও কোন সমাধান হয়নি। এরপর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, আমি খায়রুল আলম, খায়রুল বাশার ও শামসুর এবং প্রয়াত কবির আহমেদ এর সম্পত্তি তারা অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে ঐ পর সম্পদলোভী তিন ভাই শহিদুল ইসলাম, আব্দুল রশিদ ও নুরুল ইসলাম। আমি নিজে অসুস্থ্য, আমাদের ছোট ভাই কবির মারা গেছেন এবং অপর বিবাদী ভাইরা অবস্থাশালী। ফলে তাদের বাহিনীর কাছে আমরা ধরাশয়ী হয়ে পড়েছি। কাগজপত্র থেকে শুরু সকল কিছু আমাদের পক্ষে রয়েছে। কিন্তু তারপরও আইন আদালতের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে ওই তিন ভাই নামের পর সম্পদ লোভীরা দখলের পায়তারা চালাচ্ছে।
তিনি ওই লোভীদের কবল থেকে কোবলা সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd