শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরে মোটরে পানি তোলার সময় বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান।

নিহত মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা ফজলুল হক গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। ফজলুল হক স্থানীয় দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।

স্থানীয়রা জানান, ফজলুল হক গাজী নতুন জায়গা কিনে সেখানে বাড়ি করার জন্য চারপাশে বিম ঢালাই দিয়ে প্রাচীর নির্মাণ কাজ করছিলেন। সোমবার ভোরে নির্মাণাধীন প্রাচীরে পানি দেয়ার জন্য বাড়ির পাশে পুকুরপাড়ে বসানো মটরে হাত দিলে বিদ্যুতের লিকেজ তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে সকাল ৮টার দিকে একই গ্রামের আল আমিনের ছেলে রব খেলা করার জন্য পুকুরপাড়ে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে তার দাদা আশরাফ গাজীকে খবর দেয়। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *