সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তাঁরা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে যাচ্ছিলেন তাঁরা। কুমিরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। চালক না থেমে বাসটি রিতা সাধু ও তাঁর শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
Leave a Reply