এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা

ফারুক রহমান
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় কলেজের আহবায়ক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে কর্মরত শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহবান জানান।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের আহবায়ক কমিটির সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইন আহমেদ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা সভায় সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময় করেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, কর্মরাচারিগণ এবং শিক্ষার্থরা।
সংবর্ধনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের আব্দুল মজিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুনির আহমদ খান, যুক্তিবিদ্যা বিভাগের শামিম উল আলম, পাল শুভাশীষ, জাহাঙ্গাীর হোসেন, আব্দুল কাদের। এ সময় কলেজের শিক্ষকবৃৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *