বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের মতবিনিময় সভা 

আশাশুনি প্রতিনিধি:

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক শেখ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন, বিআরডিবি’র অবঃ উপ-পরিচালক রুস্তম আলী হাওলাদার, অবঃ ব্যাংক কর্মকর্তা হাবিব উল্লাহ খান, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দীকি ফিরোজ, দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মতলুবর রহমান, অবঃ শিক্ষক আলহাজ্ব শেখ উকিল উদ্দীন, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ হিজবুল্লাহ, প্রভাষক শেখ আইনুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ হিলাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক এমএম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এসএম সাইদুল ইসলাম, সদস্য আহম্মদ আলী বাঁচা, শেখ জুবায়ের আলী, মীর রেজাউল করিম কাজল, ক্বারী ওবায়দুল্লাহ, সুদেব ঘোষসহ দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম নুর আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *