যদি সীমান্তে আর একটি হত্যার ঘটনা ঘটে, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব: বিজিবি প্রধান

ন্যাশনাল ডেস্ক : সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটলে ভারত থেকে অনুপ্রবেশকারীদের আইনানুগভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তে হত্যাকা- এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে হোক না কেন, হত্যা কখনোই চূড়ান্ত সমাধান হতে পারে না।”
তিনি আরও বলেন, “হত্যার ঘটনাগুলো সাধারণত শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ঘটে থাকে। শূন্যরেখায় প্রবেশ ঠেকাতে আমরা কাজ করছি।” সীমান্ত হত্যাকা-ের বিষয়ে ভারতকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *