শহীদ আসিফ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল মাটিতে মিশিয়ে দিয়ে উচ্ছ্বাস

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে  থাকা শেখ মুজিবুর রহমানের সেই ম্যুরাল সবশেষ মাটিতে মিশিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-জনতা।
সোমবার (১৯ শে মার্চ) রাত তখন ৩:৫১ মিনিটে  গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
 এর মাধ্যমে সাতক্ষীরা থেকে নিশ্চিহ্ন হলো শেখ মুজিবুর রহমানের সেই ম্যুরাল ও খুনি শেখ হাসিনার শেষ চিহ্ন টুকু।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেন জানান বাংলা মাটিতে আর ফ্যাসিস্ট ফিরবে না যতদিন এই ছাত্র জনতার সৈনিক থাকবে।
এদিকে সাতক্ষীরার পৃথক দুটি স্থানের বিলবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠায় ১৭ ই মার্চ রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল সাতক্ষীরা শহর।প্রথম লেখাটি ভেসে ওঠে সাতক্ষীরা  জেলা শহরের খুলনা রোডের মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং অপর লেখাটি ভেসে ওঠে সাতক্ষীরা সিটি কলেজ মোড় সংলগ্ন একটি ইজিবাইক শো-রুমের বিলবোর্ড।সবশেষে প্রতিবাদের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতার সমন্বয়ে
গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *