বড়দলে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটিসহ সকল স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বড়দল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায়, রুপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে ও বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটিসহ সকল স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল, এসময়  স্ট্যান্ডিং কমিটি ও ইউডিসিসি কমিটি সদস্যবৃন্দ। রুপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান উদয়, সৌমিক দত্ত ও ইউনুচ আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভাপতির বক্তব্যে বলেন ইউনিয়নের নিরাপদ পানির সমস্যা, জলাবদ্ধতা, লবণাক্ততা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে সভাপতি বলেন ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়ম অনুযায়ী দুই মাস পর পর এই কমিটির সভা আয়োজন করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *