“মাটির নিচে পানি অশেষ নয়,
আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে হিজলিয়া ঘোলা খেয়া-ঘাটে এ পানি দিবস পালিত হয়। শনিবার সকাল ১০টায় সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ও রূপান্তরের আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপান্তর এনজিওর সৌমিক দত্ত, ইউনুচ আলী, মিনহাজুল হক সহ রূপান্তরের প্রতিনিধিগণ, ইউপি সদস্য, খেয়া-ঘাট মহাজন, মাঝি, স্থানীয় দোকানদার, গণ্যমান্য ব্যক্তি, ইমাম এবং খেয়াযাত্রী।
কার্যক্রমের শুরুতে সকলকে লিফলেট স্টিকার বিতরণ ও পানির গুরুত্ব বোঝানো হয়। পরবর্তীতে ধাপে ধাপে ইউপি সদস্য, মাঝি, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় জনগণ (খেয়াযাত্রী) গনস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত লিপিবদ্ধ করেন।
এরপর নৌকার উপর মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পানি দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়। এরপর ঘাট মহাজন মোহাম্মদ আজিজুর পানিসম্পদকে নিরাপদ রাখার জন্য পদক্ষেপ গ্রহণ, উন্মুক্ত জলাশয়ে প্লাস্টিক, ময়লা আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে সচেতন করার কথা বলেন।
Leave a Reply