1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
২ চৈত্র, ১৪৩১
Latest Posts

 সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল

মশাল ডেস্ক
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ মার্চ ) শুক্রবার সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির হিসেবে তার বক্তব্য বলেন, ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চললে আমাদের সমাজ থেকে সকল অন্যায় অপরাধ কমে আসবে। এখানে সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই অনেক সম্মানিত ব্যক্তি সমাজে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না। কারো আমানত খেয়ানত করা যাবে না। ইনসাফের সাথে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আজ থেকে আল্লাহর কাছে তওবা করে আত্মশুদ্ধি লাভ করতে হবে। খাঁটি মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে আলোচনা করেন, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ফজলুর রহমান, সিনিয়র সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।
সংগঠনের সদস্য মরহুম কাজী তৈয়বুর রহমান নঈম, মোঃ আব্দুস সউভানের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করেন, সংগঠনের যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল।
এসময় সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহীদুর রহমান। ইফতার মাহফিলে দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক এটিএস মাছউদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd