সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার আড়ংপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার, তালা উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন, উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, বিনাহলুদ-১ স্থানীয় অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলন দিতে সক্ষম। এই জাত চাষের মাধ্যমে কৃষক অধিকতর লাভবান হতে পারে।
ড. মো: বাবুল আকতার বলেন, সাথী ফসলের সাথে বিনাহলুদ-১ চাষ করে কৃষক একই অনেক লাভবান হচ্ছেন। এই জাত স্বল্প জায়গায় অধিক ফলানো সম্ভব।
কৃষক আমিনুর রহমান বলেন, বিনাহলুদ-১ চাষ করে আমি অন্যান্য স্থানীয় জাতির চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পেয়েছি।
Leave a Reply