সাতক্ষীরায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা সরকারের এলএনজি আমদানি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। স্বদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর আয়োজনে এই কর্মসূচিতে চুক্তিটির অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের উপর গুরুতর আর্থিক চাপ সৃষ্টি হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও দীর্ঘায়িত হবে, যা নবায়নযোগ্য জ্বালানির পথে অগ্রসর হওয়ার পরিবর্তে পশ্চাদপসরণ। তারা আরও অভিযোগ করেন যে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। স্বদেশ-এর প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ বলেন, “সরকারকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে। এলএনজি বাংলাদেশের জন্য কম টেকসই এবং ব্যয়সাপেক্ষ সমাধান। আমাদের এমন নীতি দরকার যা সৌর, বায়ু এবং অন্যান্য সবুজ জ্বালানিকে অগ্রাধিকার দেবে।” বিক্ষোভ শেষে, অংশগ্রহণকারীরা জ্বালানি চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত করার এবং টেকসই জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির জোরালো দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহন করেন আব্দুর সামাদ,স্বপন পান্ডে,মাহিদা মিজান ,জাহাঙ্গীর আলম , জয় সরদার সহ আরো অনেকে।
Leave a Reply