সংস্কার কাজ শেষ না হওয়ার আগে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে কোন তামাশা দেখার জন্য নয়। সন্ত্রাস, দখল, লুটপাট, চাঁদাবাজ মুক্ত সুখী-সমৃদ্ধি ও গনতান্ত্রিক বাংলাদেশ গড়তে ত্যাগকে আমরা কোন অবস্থায় বৃথা যেতে দিতে পারিনা। ফ্যাসিস্টকে বিতাড়িত করে নতুন কোন ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। যদি বর্তমান সরকার কোন অবস্থায় সংস্কার কাজ শেষ না করে নির্বাচন দিতে চাই তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমীর সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন-আগামী নির্বাচন হবে সবার কাছে গ্রহন যোগ্য নির্বাচন। বিগত ফ্যাসিস্ট আমলে যারা ভোট দিতে পারেনি তারা আগামী নির্বাচনে প্রান খুলে ভোট দিবে। ভোট কেন্দ্রে গেলে কেউ বলবে না আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে বা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। যার ভোট সেই দিবেন, আর কোন দিন একজনের ভোট অন্যজন যাতে না দিতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
তিনি বলেন- সরকারি সম্পদ বা জনগণের আমানত নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য জনগনকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসিন করার জন্য আহবান জানান কেন্দ্রীয় জামায়াতে এই নেতা।
আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, মুহাদ্দিস হাফেজ মাওঃ রবিউল বাশার, শেখ নুরুল হুদা, সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, মাওঃ মাহবুবে আলম, এডঃ আজিজুল ইসলাম, আব্দুস সোবহান মুকুল, উপাধাক্ষ্য আব্দুস সবুর, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নুরুল আবছার মোর্ত্তাজা, ডাঃ নুরুল আমীন, ইমামুল হোসেন প্রমূখ।
কর্মী সম্মেলন শুরু হওয়ার আগে বেলা ১২ টার দিকে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে সম্মেলন স্থলে এসে জড়ো হয়।
অপরদিকে একই দিন সকাল ১১ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরীন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার মহিলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply