শহর প্রতিনিধি:তিন দিন নিখোঁজের পর সন্তান পাওয়া গেলে ও এখনো নিখোঁজ প্রবাসীর স্ত্রী উম্মে হাবিবা রিয়া। গত রবিবার( ১২ জানুয়ারি) পারিবারিক ঝগড়া কারে সন্তানসহ বাড়ি থেকে নিখোঁজ হন মালয়শিয়া প্রবাসী সাতক্ষীরা সদরের ঝাউডাংগা ইউনিয়নের ওয়ারি গ্রামের বাবুর স্ত্রী লাবসা ইউনিয়ন উত্তর দেবনগর গ্রামের উম্মে হাবিবা রিয়া ও তার সন্তান।পরে সোমবার সন্ধ্যার রিয়ার বাড়ির এলাকার চারাবটতলা মোড়ে সন্তানকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের কাছে হস্তান্তর করেন।তবে এখনো নিখোঁজ উম্মে হাবিবা রিয়া।
নিখোঁজের সময় রিয়ার কাছে থাকা মোবাইল ফোনটি সার্বক্ষণিক বন্ধ থাকা ও অলৌকিকভাবে সন্তানকে রেখে যাওয়া নিয়ে দুই পরিবারের মানুষের মধ্যে অজানা ভয় ও এলাকার মানুষের মাঝে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। দুই পরিবারের মানুষের আকুতি তারা যেন সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পান। এই ঘটনা উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৭৭৪, জিডির দায়িত্বপ্রাপ্ত সদর থানার এসআই (নিরস্ত্র) হাসান পারভেজ বলেন, তার ব্যবহারিত মোবাইল নাম্বার ট্রাকিং এর জন্য কাজ চলছে রিপোর্ট পেলে আমাদের কাজ সহজ হবে আশা করি নিখোঁজ ব্যক্তি কোথায় এবং কিভাবে আছে সেইটা সনাক্ত করতে সক্ষম হব।
Leave a Reply