আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরায় পিতা ও তার পরিবারের সদস্যদের কর্তৃক মেয়ে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে বাঁচতে রাউতাড়া গ্রামের উমেশ মন্ডলের স্ত্রী পম্পা চক্রবর্তী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পম্পা মন্ডল তার লিখিত বক্তব্যে বলেন আমার পিতা কার্তিক চক্রবর্তী, মাতা কালি চক্রবর্তী ও বড় ভাই কৌশিক চক্রবর্তী আমাকে অত্যাচার করে আসছিলো। প্রায় এক মাস আগে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার শেষ ভরসার জায়গা বর্তমান স্বামী কৌশিক মন্ডলের বাড়িতে যায়।তার বাড়িতে গেলে সে এবং আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে আমার পিতার বাড়িতে ফিরে যেতে বলে।আমি বাড়ি ফিরে গেলে আমার পরিবারের লোকজন আমাকে মারপিট করে। পরবর্তীতে মোবাইল ফোনে আমাকে নিয়ে যেয়ে বিয়ে না করলে আত্মহত্যা করবো বলে উমেশ মন্ডলকে চাপ প্রয়োগ করতে থাকি।সে আমাকে বাঁচাতে বিবাহ করে। এরপর থেকে শুরু হয় তার পিতার পরিবারের ষড়যন্ত্র।পম্পা মন্ডল তার বক্তব্যে আরোও বলেন বর্তমানে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সুখে শান্তিতে থাকলেও আমার পিতার পরিবার আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র শুরু করেছে। সংবাদ সম্মেলনে পম্পা মন্ডল তার পিতার পরিবার কর্তৃক মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply