আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০ ফেব্রুয়ারী রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকালে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মসজিদে দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply