আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে দু’জন কর্মকর্তাকে বদলী জনিত বিদায় ও একজন নবাগত কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিদায়ী উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, বিদায়ী ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, নবাগত কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিদায়ী কর্মকর্তাদ্বয়কে ক্রেস্ট দিয়ে বিদায় ও নবাগত কর্মকর্তাকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
Leave a Reply