আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হল রুমে এ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। শীর্ষক প্রশিক্ষণে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী উপ-পরিচালক রোকনুজ্জামান। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন সম্পর্কে বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার, সেলিম শাহরিয়ার, আইডিয়াল এনজিওর সুব্রত বাছাড়। উপকারীদের মধ্যে বক্তব্য রাখেন আনুলিয়া ইউনিয়ন সমাজকর্মী আফরোজা খানম। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply