তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ 

সাতক্ষীরার তালায় পানি সরবরাহের খাল জোর পূর্বক দখল ও বাড়ি নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। জবর দখলকারী ব‍্যক্তি হলেন সাবেক তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সংশ্লিষ্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে সোমবার দুপুরে দাখিল করেছেন। খালটি অবমুক্ত হলে তালা উপ-শহর সহ পাশ্ববর্তী গ্রামগুলো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। ফলে এলাকাবাসী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট দীর্ঘ দিনের পানি সরবরাহের খাল দখলমুক্ত করার জোর দাবি জানান।

এব‍্যাপারে এলাকাবাসির পক্ষে উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিনের পানি সরবরাহের খাল সেটি সনৎ ঘোষ উপজেলা চেয়ারম্যান থাকা কালিন দখল করে সেখানে ভবন তৈরি করে বসবাস করে। যার ফলে বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঐ খাল দিয়ে তালা উপ-শহরসহ কয়েকটি গ্রামের পানি কপোতাক্ষ নদীতে গিয়ে পড়তো। সেটি বন্ধ করায় তালায় এই জলাবদ্ধতা। এছাড়াও তার বিরুদ্ধে চেয়ারম্যান থাকা কালিন প্রকল্প চুরি, নিয়োগ বানিজ‍্যসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। এসময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট খালটি দখল মুক্ত করে সুষ্ঠুভাবে পানি সরবরাহের জোর দাবি জানান।

এব‍্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারন গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ায় তিনি পালাতক রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *