বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আওয়ামী লীগ নেতা মোঃ সোহরাফ হোসেন কতৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত অহেদ আলী সরদারের ছেলে মোঃ রোকনুজ্জামান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা খুবই কষ্টে আছি। ইউনিয়নের শুভাদ্রাকাটি গ্রামের মৃত শওকাত আলী সানার ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোওরাফ হোসেন ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনুর নেতৃত্বে আমাদের কে হয়রানি ও আমি সহ ২৫ জনকে আসামি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। চাকলা তেলিখালি মৌজার ১নং খতিয়ানের সাবেক ১১৬ ও ৯৩০ বর্তমান ৫০১ দাগে ১৭ একর জমির ডিসিয়ারের জন্য একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে মোঃ ইউসুফ গাজী, মোঃ গোলাম রসুলের ছেলে আরিফুল গাজী, বারিক গাজীর পুত্র মাসুম গাজী ও আমি সহ ২৭ জন আবেদন করি। একই সময় একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের পুত্র মোঃ জুলফিকার আলী, আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান ও গোলাম রসুল, আব্দুল্লাহ সানার পুত্র নওশাদ বিশ্বাস সহ ১০ জনের নাম উল্লেখ করে একই দাগে ডিসিয়ারের আবেদনে তারা ডিসিয়ার পাই। তাদের ভুয়া ঠিকানা ও না পাওয়ার অযোগ্য হওয়ায় একই গ্রামের আব্দুর রউফ গাজীর ছেলে তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ২১/০৮/২৪ তারিখে মিস কেস ৩৫/২৪ নং মামলা দায়ের করলে তিনি আশাশুনি সহকারী কমিশনার ভূমিকে নথি তলব ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। সেই থেকে আওয়ামী লীগ নেতা সোহরাফ হোসেন সহ তার বাহিনী আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোঃ ইউসুফ হোসেন, আরিফুল গাজী, রিয়াছাত আলী প্রমুখ।
Leave a Reply