গত ১৪.১২.২০২৪ শনিবার সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ‘আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে “ডিজএবল্ড উইমেন অর্গানাইজেশন (ডিডব্লিউও)” এর আয়োজনে ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্পটি পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগীতায় বাস্তবায়ন করা হয়। উক্ত ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্পটি দুপুর ৩ টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত পরিচালিত হয়। এসময় এলাকার অনেক মানুষ ডায়াবেটিস চিকিৎসা নেওয়ার জন্য দলে দলে উপস্থিত হন। উলেখ্য যে, এ ক্যাম্পে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি সাধারণ রোগীদেরকেও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা করে সেই অনু্যায়ী যাদের ডায়াবেটিস সনাক্ত হয়েছে তাদেরকে ফ্রি চিকিৎসা সেবা অব্যহত রাখার জন্য বিশেষ কার্ড প্রদান করা হয়। যার মাধ্যমে রোগীরা যেকোন সময় পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বিনামূল্যে যেকোন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন ডিডব্লিউও এর কো-অর্ডিনেটর ‘জি এম ইশতিয়াক জামিল’, পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ‘আকবর হোসেন’, ও ডাক্তার ‘মোঃ আক্তার হোসেন’। এ বিষয়ে ডিডব্লিউও এর কো-অর্ডিনেটর জি এম ইশতিয়াক জামিল জানান, ডিডব্লিউও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায় ও চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে। তারই কার্যক্রম হিসেবে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই ফ্রি ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্পটি পরিচালনা করে আসছেন তারা।
Leave a Reply