প্র্যাকটিক্যাল এ্যাকশন ২০১৮ সাল হতে কলারোয়া পৌরসভার সাথে ও একান্ত সহযোগিতায়
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে
ফিনিশ মন্ডিয়াল প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে গৃহস্থলীর বর্জ্যরে জন্য একটি
সেকেন্ডারী ডাম্পিং স্টেশন এবং পয়োবর্জ্যরে জন্য একটি আন প্লান্টেড বেড সম্পাদন
করেছেন। উক্ত কার্যক্রম দুটির শুভ উদ্বোধন অনুষ্ঠান ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ করা হয় ।
কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী
প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মুনির, কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম ও কন্সারভেন্সী ইনস্পেক্টর মোঃ
নাজমুল ইসলামসহ অন্যান্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন
প্রতিনিধি মৃনাল সরকার।
সেকেন্ডারী ডাম্পিং স্টেশনে এলাকার মানুষ গৃহস্থলীর বর্জ্য যেখানে সেখানে না ফেলে
একটি নিদিষ্ট স্থানে ফেলতে পারবে এবং পয়ঃবর্জ্যের প্লান্টে যে নতুন বেড সংযোজন করা
হয়েছে সেখান থেকে চৌদ্দ দিনের ব্যবধানে সার তৈরী হবে এই সার এবং গৃহবর্জ্য
একসাথে মিশিয়ে কো-কম্পোস্ট তৈরী হবার একটি বিশাল সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষ
কো-কম্পোস্ট দিয়ে অধিক ফসল ফলাতে পারবে। কৃষকরা উপকৃত হবে এবং উভয় বর্জ্যের যথাযথ
ব্যবস্থাপনা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে কলারোয়া
পৌরসভাতে আরো বেশি ডাম্পিং স্টেশন দরকার আছে যার ফলে বজ্যের সুস্থ ব্যবস্থাপনা
নিশ্চিত করা সম্ভব হবে। সরকারী বেসরকারী উদ্যোগকে কাজে লাগিয়ে সম্পদের যথাযথ
ব্যবহার নিশ্চিত করতে হবে। সবশেষে তিনি প্র্যাকটিক্যাল এ্যাকশন’র এ মহতি উদ্যোগকে
ধন্যবাদ জানান।
Leave a Reply