আশাশুনিতে ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা (গভর্নেন্স) এবং জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার বাস্তবায়ন মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এই মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও রূপান্তর এনজিও এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার ওয়াটারেএইড বাংলাদেশ ও সুইট কন্টাক্ট বাংলাদেশ এর সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌ তিথি আইচ কো-অর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং গোফরইমপ্যাক্ট প্রজেক্ট রূপান্তর এর পরিচালনায় উদ্বোধন করেন কৃষি এক্সটেনশন অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, ওয়াটার এইট বাংলাদেশ প্রতিনিধি এরফান আহমেদ খান, কাজী রাশেদ হায়দার এবং সৈয়দ মাহাদী। কর্শালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রতাপনগর, বড়দল, দরগাহপুর তিন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপির পুরুষ ও মহিলা সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রূপান্তর এনজিওর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply