মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮ ঘটিকায় সাতক্ষীরা সদরের হরিশপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে সকল সেক্রেটারিয়েট, থানা সভাপতি, সেক্রেটারি এবং বাকি সদস্যদের নিয়ে আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ক্রিকেট টিমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথি বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং মানবতার সংগঠন। আগামীর নেতৃত্ব ছাত্রশিবিরের হাত ধরেই আসবে ইনশাল্লাহ ।এজন্য আগামীর দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে ছাত্রশিবিরকে। প্রত্যেক ছাত্রের মাঝে ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছাতে এবং বেশি বেশি খেলার আয়োজন করার মাধ্যমে ইসলামের দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা ছাত্রশিবিরকে নিতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন,১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর এ পদার্পণ করেছে এবং দেশ ৫ই আগস্ট এর পর নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে ।এজন্য আমরা চায় সকল দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাম্য প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ চাইলেও তার অধিকার ফিরে পাবে ,না চাইলে তার অধিকার পাবে ।এজন্য দেশ ও জাতির কল্যাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে ছাত্রশিবিরকে।
Leave a Reply