সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার
কার্যালয়ের এনএসডিএ- এর অধিনে কেয়ার গিভিং (বেসিক নার্সিং)
কোর্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। ০৯ ডিসেম্বর
সকালে কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক ও বাংলাদেশ
টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। উদ্বোধনী
অনুষ্ঠানে আলহাজ্ব এম এ হান্নান বলেন, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট
সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেকার ও শিক্ষার্থীদের জন্য দক্ষ মানুষ
গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা
শিক্ষা গ্রহণ করে শহর ও গ্রামে চিকিৎসা সেবার মাধ্যমে কর্মজীবন শুরু করছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যের উপর বড় সম্পদ আর নেই। চিকিৎসা সম্পর্কীয় শিক্ষা
গ্রহণ করে মানুষ নিজেদের সেবায় নিয়োজিত হতে পারে। কেয়ার গিভিং নতুন
হওয়ায় বিদেশে এই কোর্সের ব্যপক চাহিদা আছে।
সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে কেয়ার গিভিং কোর্সের ওরিয়েন্টেশন

Leave a Reply